এইমাত্র পাওয়া খবর :
Home » , » রক্ষা পেল না প্রতিবন্ধীর আটোরিক্সা

রক্ষা পেল না প্রতিবন্ধীর আটোরিক্সা

Written By Unknown on ০৭ জানুয়ারি ২০১৪ | মঙ্গলবার, জানুয়ারি ০৭, ২০১৪

Search Engine Optimization

ঝালকাঠিতে ১৮ দলের হরতাল চলাকালে প্রতিবন্ধী জসিম খন্দকারের জীবিকার একমাত্র সম্বল আটোরিক্সায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় বরিশাল-খুলনা আঞ্চলিক মহসড়কের ৫ম চীন মৈত্র সেতুর পূর্ব পাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্র জানায়, গাবখান ব্রিজের পূর্ব ঢালে গাড়িটি রেখে চটপটি খেতে যান ড্রাইভার জসিম উদ্দীন খন্দকার। দুর্বত্তাকারীরা এই সুযোগে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মহাসড়কে টহলরত পুলিশ ঘটনাস্থলে আসার আগেই দুর্বত্তকারীরা দৌড়ে পালিয়ে যায়। এ ব্যপারে ঝালকাঠি সদর থানার ওসি শীলমনি চাকমা সন্ধ্যা ৭টার সময় এ প্রতিনিধিকে জানান, এ ধরনের কোন খবর তিনি পাননি। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর থানার সেকেন্ড কর্মকর্তা এস আই আ. হালিম তালুকদার।



Share this post :
 
Auto Scroll Stop Scroll