এইমাত্র পাওয়া খবর :
Home » , » সমালোচিত লসনের চরিত্রে জোলি

সমালোচিত লসনের চরিত্রে জোলি

Written By Unknown on ১১ জানুয়ারি ২০১৪ | শনিবার, জানুয়ারি ১১, ২০১৪

Search Engine Optimization

 আন্তর্জাতিক সেলিব্রেটি শেফ নাইজেলা লসনের জীবন নিয়ে নির্মিতব্য সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, জোলির মতে, নাইজেলা লসনকে তিনি খুব ভালো করে চেনেন। আর তার চরিত্র কিভাবে ফুটিয়ে তুলতে হবে সে বিষয়েও ভালো ধারণা আছে তার। তাই নাইজেলার চরিত্রে তিনি নিজেই অভিনয় করতে চান। ২০১৩ সালে বেশ কিছু কারণে সমালোচিত হয়েছেন লসন। সম্প্রতি কোকেইন সেবনের জন্যও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।

জোলির মতে লসন একজন ভিন্নধর্মী নারী। তার সাম্প্রতিক জীবনের ঘটনাবলির বিষয়েও বেশ ভালোভাবে জানেন জোলি। এক বিবৃতিতে সান নিউজ পেপার জানায়, “কিছুদিন ছুটি কাটানোর পরিকল্পনা করছিলেন জোলি। তবে লসনের জীবনী সত্যিই খুব আকর্ষণীয়। আর অন্য সবার মতোই জোলিও দারুণ আগ্রহী চরিত্রটি নিয়ে। লসনের সাম্প্রতিক কয়েক মাস খুব ঘটনাবহুল। আর ওই ঘটনাগুলো নিয়েই সাজানো হয়েছে সিনেমার গল্প।” জোলি এতদিন ব্যস্ত ছিলেন তার ‘ম্যালফিশেন্ট’ সিনেমা নিয়ে। সিনেমাটি ২৮ মে মুক্তি পাবে।




Share this post :
 
Auto Scroll Stop Scroll