আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, জামায়াত একটি ফ্যাসিস্ট দল। ইতোমধ্যেই আদালত তাদের নিবন্ধন বাতিল করেছে। দলটির নিষিদ্ধের ব্যাপারে আদালতে একটি রিট রয়েছে। এ রিটের বিষয়টি মিমাংসা হওয়ার পরই জামায়াতে ব্যাপারে সিদ্ধান্ত নিবে সরকার।
শুক্রবার মধ্যরাতে বেসরকারী টেলিভিশন জিটিভিতে সরাসরি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গত ৫ জানুয়ারি নির্বাচনের দিকে ইঙ্গিত করে নাসিম বলেন, আমরা এ ধরনের নির্বাচন চাইনি। কিন্তু আমাদের করার কিছুই ছিল না। কারণ নির্বাচনের বিকল্প হচ্ছে নির্বাচন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত চেষ্টা করেছিল নির্বাচন বানচাল করতে কিন্তু তারা তা পারেনি। কারণ, দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে তাদের রায় দিয়েছে।
নাসিম বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াত-শিবিরকে আশ্রয়-প্রশ্রয় দিতে গিয়ে নির্বাচনে আসতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়াকে টেলিফোন করেছেন। সংলাপে বসতে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রনালয়সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়া নির্বাচনে আসতে চাননি।


+ comments + 1 comments
Lucky Club Casino Site Review and Ratings - Lucky Club
Lucky Club Casino is a brand new online casino established 카지노사이트luckclub in 2015 and has quickly grown into a popular UK online casino, providing a safe, trustworthy and