এইমাত্র পাওয়া খবর :
Home » , » নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হলেন যারা

নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হলেন যারা

Written By Unknown on ১২ জানুয়ারি ২০১৪ | রবিবার, জানুয়ারি ১২, ২০১৪

Search Engine Optimization

প্রধানমন্ত্রীসহ নতুন সরকারের ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আজ রোববার বিকেলে বঙ্গভবনে শপথ নিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী ও বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। নতুন মন্ত্রিসভায় ২৯ জন পূর্ণাঙ্গমন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী রয়েছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এবার শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

নতুন মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রীরা হলেন; আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, রাশেদ খান মেনন, অধ্যক্ষ মতিউর রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আ ক ম মোজাম্মেল হক, ছায়েদুল হক, এমাজ উদ্দিন প্রাং, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম নাহিদ, শাজাহান খান, আনিসুল হক, মুজিবুল হক, আ হ ম মোস্তফা কামাল, মোফাজ্জল হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান ফিজার, আসাদুজ্জামান নূর, শামসুর রহমান শরীফ, কামরুল ইসলাম, সৈয়দ মহসিন আলী মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

অপরদিকে ১৭ প্রতিমন্ত্রী, দুই উপমন্ত্রী হিসেবে শপথ নিলেন; মজিবুল হক চুন্নু, ইয়াফেস ওসমান, এম এ মান্নান, মির্জা আজম, প্রমোদ মানকিন, বীর বাহাদুর উ শৈ সিং, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজামান খান কামাল, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ইসমত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, মশিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহিদ মালেক, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক।

যারা উপমন্ত্রী হলেন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আরিফ খান জয়।



Share this post :
 
Auto Scroll Stop Scroll