এখনও পাল্টায়নি ইংলিশদের ভাগ্য
Written By Unknown on ১২ জানুয়ারি ২০১৪ | রবিবার, জানুয়ারি ১২, ২০১৪
৫-০ ব্যবধানে অ্যাশেজ হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ হিসেবে ইংল্যান্ড ওয়ানডে সিরিজ খেলছে অসিদের বিপক্ষে। কিন্তু প্রথম ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে হারের পর আরো বড় ক্ষত সৃষ্টি হয়েছে তাদের। টেস্টের পর ওয়ানডেতেও ভাগ্য বদলায়নি ইংলিশদের।
ম্যাচে প্রথমে ব্যাটিং করে ইংলিশরা সংগ্রহ করে ২৬৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন গ্যারি ব্যালেন্স। ইয়ান মরগান করেন দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান। এ ছাড়া ৪১ রান করেন ইয়ান বেল।
৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ইংল্যান্ডের ২৬৯ রান অসিরা টপকে যায় ৪৫ ওভার ৪ বলে, চার উইকেট হারিয়ে।
অসিদের হয়ে সেঞ্চুরি করেন অ্যারন ফিঞ্চ। ১২৮ বলে ১২১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। ডেভিড ওয়ার্নার করেন ৬৫ রান। ১৬৩ রানের ওপেনিং জুটি গড়েন এ দুজন। অনবদ্য সেঞ্চুরির কল্যাণে ম্যাচ সেরা নির্বাচিত হন ফিঞ্চ।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অসিরা। সিরিজের অপর ম্যাচগুলো মাঠে গড়াবে ১৭, ১৯, ২৪ ও ২৬ জানুয়ারি।

