আগামী সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১৮ দলের অবরোধসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ১৮ দলীয় জোটের ডাকা রোববার ভোর ৬ টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার সর্বাত্মক অবরোধ পালিত হবে।
তবে সোমবার সকাল থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ১৮ দলের অবরোধসহ সকল কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো করা হয়।

