এইমাত্র পাওয়া খবর :
Home » , » দুবাই টেস্টে হার এড়াতে লড়ছে পাকিস্তান

দুবাই টেস্টে হার এড়াতে লড়ছে পাকিস্তান

Written By Unknown on ১২ জানুয়ারি ২০১৪ | রবিবার, জানুয়ারি ১২, ২০১৪

দুবাই টেস্টে রীতিমতো নাস্তানাবুদ পাকিস্তান। হার এড়াতে প্রাণপন লড়াই করছে তারা। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩৩০/৭ রান। লিড ১০৭ রান। আজ পঞ্চম দিনের প্রথম সেশনটা ব্যাট করে তিনশো রান লিড দিতে পারলে ফাইট দিতে পারবে পাকিস্তান। এরব্যতিক্রম হলে হারের লজ্জায় পরবে পাকিস্তান ক্রিকেট দল।
শনিবার ১৩২/৩ রান নিয়ে চতুর্থ দিনের মতো ব্যাট করতে নামে পাকিস্তান। ৬২ ও ৫৩ রানে অপরাজিত থাকা ইউনুস খান ও মিসবাহ-উল-হক এদিন সুবিধে করতে পারেননি। এই জুটি অবিচ্ছিন্ন হওয়ার আগে ১২৯ রানের পার্টনারশিপ গড়ে। পাঁচ বাউন্ডারিতে ৭৭ রান করতেই উইকেটে পেছনে ক্যাচ তুলে বিদায় নেন ইউনুস খান।
পঞ্চম উইকেট জুটিতে আসাদ শফিককে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়েন মিসবাহ। এ্যারাঙ্গার তোপেরমুখে পরার আগে ২৩ রান করেন আসাদ শফিক। এরপর উইকেট কিপারকাম ব্যাটসম্যান শরফরাজ আহমেদকে সঙ্গে নিয়ে ৪৫ রানের জুটি গড়তেই বিপদে পরেন মিসবাহ। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি হাঁকাতে পারেননি তিনি।
রঙ্গনা হেরাথের বলে বিভ্রান্ত হওয়ার আগে আট চার ও এক ছয়ে ৯৭ রান করেন মিসবাহ-উল-হক। সপ্তম উইকেট জুটিতে বিলাওয়াল ভাট্টিকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন শরফরাজ আহমেদ। শেষ বিকেলে উইকেট হারান বিলাওয়াল। সাজঘরে ফেরার আগে চার বাউন্ডারিতে ৩২ রান করেন তিনি।
৭০ ও ৭ রান নিয়ে অপরাজিত আছেন শরফরাজ আহমেদ ও সাঈদ আজম। এদের উপরই নির্ভর করছে পাকিস্তানের হার জিত। রবিবারের প্রথম সেশনটা এই জুটি পার করতে পারলে হার এড়ানোর একটা সম্ভাবনা থাকবে পাকিস্তানের। এর ব্যতিক্রম হলে নিশ্চিত হার।



Share this post :
 
Auto Scroll Stop Scroll