এইমাত্র পাওয়া খবর :
Home » , » অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো রাবির ভর্তি পরীক্ষা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো রাবির ভর্তি পরীক্ষা

Written By Unknown on ০৮ জানুয়ারি ২০১৪ | বুধবার, জানুয়ারি ০৮, ২০১৪

Search Engine Optimization

রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ থেকে ১৪ জানুয়ারি ২০১৪ পর্যন্ত অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে—উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.ru.ac.bd A_ev www.ru.ac.bd)  থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, গত বছরের ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সময় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতাল দেওয়ায় তারিখ পরিবর্তন করে ৫ থেকে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

তবে পুনঃনির্ধারিত তারিখেও ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি থাকায় ভর্তি পরীক্ষা তারিখ ফের পরিবর্তন করে ২৫ থেকে ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়। পরবর্তী একই কারণে ভর্তি পরীক্ষার তারিখ তৃতীয় বারের মতো পরিবর্তন করে ২৮ থেকে ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

তবে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় ভর্তি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন করে চলতি বছরের ১০ থেকে ১৪ জানুয়ারি নির্ধারণ করা হয়। এর মধ্যেও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষাটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, “হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় উপস্থিত হতে পারবে না। তাই তাদের কথা চিন্তা করে এই পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।”

প্রসঙ্গত, এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৬০১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনের জন্য ৪৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।



Share this post :
 
Auto Scroll Stop Scroll