এইমাত্র পাওয়া খবর :
Home » , » নিষপাপ প্রাণগুলো কেন ককটেলের শিকার

নিষপাপ প্রাণগুলো কেন ককটেলের শিকার

Written By Unknown on ০৮ জানুয়ারি ২০১৪ | বুধবার, জানুয়ারি ০৮, ২০১৪

Search Engine Optimization

সাম্প্রতিক বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার একটি উপাদানে পরিণত হয়েছে ককটেল । প্রতিদিনই প্রায় দেশের কোথাও না কোথাও বিস্ফোরিত হচ্ছে ককটেল।
না এখন আর ককটেল বিস্ফোরিত হচ্ছে না, হচ্ছে তাজা তাজা প্রাণ বিস্ফোরিত । কমবেশী প্রায়ই খবরে,পেপারে,ফেসবুকে ভেসে উঠছে সেই সমস্ত তাজা প্রাণের কথা । আজ কেন এই ককটেল ছিনিয়ে নিচ্ছে আপনার, আমার ছোট ছোট ভাই-বোনের প্রাণ ? কি দোষ তাদের ?আজ রাজনীতির জন্য বলি দিচ্ছে দেশের সাধারন জনগণ । কিন্তু তাতেও ওরা ক্ষান্ত হচ্ছে না । কেড়ে নিচ্ছে আপনার আমার প্রিয় আপনজনকে । কি দোষ ওদের ? কেনই বা ওরা শাস্তি পাচ্ছে ?
দোষ করেছে যারা শাস্তি পেলে তাদের পাওয়ার কথা, কিন্তু হচ্ছেটা কি ?


Search Engine Optimization


কোথাও না কোথাও বলি হচ্ছে ছোট ছোট শিশুরা, কিন্তু কেন ? তাদের আর্তনাদ, তাদের কষ্টের তীব্রতা কি কারো মনে জায়গা পায় না ? আমরা আর পারছিনা এই ককটেল জ্বালা সইতে । প্রতিটি ঘরেই আজ ভয় আমার বাচ্চা, বর বা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি না আবার ককটেল বিস্ফোরনের শিকার হয় । রাজশাহীতে ককটেল বিস্ফোরণে হাতের কবজি উড়ে গেছে পাঁচ বছরের এক শিশু...


Search Engine Optimization

ফেনী শহরের জেলা পুলিশ লাইনের আবাসিক এলাকার পিছনে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক শিশু মারাত্মক আহত........ এভাবে আর কতো

কটেল যদি জনতো তার দ্বারা নিষপাপ প্রাণ ঝরে, তাহলে সে কোনদিন বিস্ফোরিত হতো না ।



Share this post :
 
Auto Scroll Stop Scroll