এইমাত্র পাওয়া খবর :
Home » , » সানচেজের হ্যাটট্রিকে বার্সার এক হালি

সানচেজের হ্যাটট্রিকে বার্সার এক হালি

Written By Unknown on ০৬ জানুয়ারি ২০১৪ | সোমবার, জানুয়ারি ০৬, ২০১৪

Search Engine Optimization

মাঠে নেই মেসি, কিন্তু তার অভাব বোধ হয় অনুভব করেননি কোচ জেরার্ডো মার্টিনো। লা লিগায় রোববার তারা অপেক্ষাকৃত দুর্বল এলচেকে চার গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। সেই সাথে জয় দিয়েই ২০১৪ সালের বছর শুরু করেলো তারা।

খেলার ৭ মিনিটেই বার্সাকে এগিয়ে দেয় চিলির এলেক্স সানচেজ। ১০১৪ সালে বার্সার হয়ে এটাই তার প্রথম গোল। ১৬ মিনিটে বার্সার হয়ে ব্যবধান দ্বিগুন করেন পোড্রো। ফেব্রিগাসের নিখুঁত পাসকে গোলে পরিণত করেন তিনি। প্রধামার্ধের খেলা শেষে ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা। ৬৩, ৬৯ মিনিটে এলক্স সানচেজের দুটি সফল আক্রমণের ফলে দ্বিতীয়ার্ধের পরে ম্যাচে তার হ্যাটট্রিক পূর্ন করেন।

এ জয়ের ফলে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।



Share this post :
 
Auto Scroll Stop Scroll