এইমাত্র পাওয়া খবর :
Home » , » হাতির কাছে নৌকার হার

হাতির কাছে নৌকার হার

Written By Unknown on ০৬ জানুয়ারি ২০১৪ | সোমবার, জানুয়ারি ০৬, ২০১৪

Search Engine optimization
স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে নিজের দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারালেন হাজি মো. সেলিম।বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে হাতি প্রতীক নিয়ে ঢাকা-৭ (লালবাগ) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ১৯৯৬ সালে নৌকা প্রতীকে বিজয়ী হাজি সেলিম।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে ইসি সচিবালয় থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, হাতি প্রতীকে ৪২ হাজার ভোট পেয়েছেন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী।    

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন পেয়েছেন ৩০ হাজার ৭৩৩ ভোট। আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের এই নেতা এর আগে এর আগে প্রার্থী হয়ে হারের অভিজ্ঞতা নিলেও নবম সংসদে বিজয়ী হয়েছিলেন।

এই আসনে ১২০ কেন্দ্রে মোট ভোটার ছিল ৩০১৪৫৯। ভোট পড়েছে ৭৭৮৩৮টি। বাতিল হয় ১২৫৭টি।



Share this post :
 
Auto Scroll Stop Scroll