অসুস্থ মহানায়িকা সুচিত্রা সেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মেয়ে মুনমুন সেনকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে মহানায়িকার দ্রুত আরোগ্য কামনা করেন। ভারতের জনপ্রিয় অভিনেত্রী সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি কথা জানিয়েছে চিকিৎসকরা। রোববার গভীর রাতে শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্তে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা কত, তা দেখতে সোমবার সুচিত্রার ব্লাড গ্যাস পরীক্ষা করা হয়। রিপোর্ট দেখেই কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহের যন্ত্রাদি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিত্সকরা।
এদিকে ডাক্তাররা জানিয়েছেন, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা পরে কিছুটা স্থিতিশীল হলেও সঙ্কট এখনও কাটেনি। তার রক্তে অক্সিজেনের মাত্রা ভালো ছিল। এছাড়া স্বাভাবিক ছিল হৃদস্পন্দন ও রক্তচাপ। বুকের এক্স-রে ফলাফলও ইতিবাচক শারীরিক অবস্থার ইঙ্গিতই দিলেও হঠাৎ-ই অবস্থার অবনতি ঘটে। মহানায়িকার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে ‘সুচিত্রা সেন’ স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকেও।
এদিকে বাংলাদেশ সরকারের উদ্যোগে বুধবার থেকে সুচিত্রা সেনের একাধিক ছবি নিয়ে চলচ্চিত্র উৎসব শুরু হয়। বাংলাদেশের অগণিত ভক্ত এই উৎসবের মাধ্যমে মহানায়িকার দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়াও অগণিত ভক্ত সুচিত্রা সেনের জন্মস্থান পাবনায় ভিড় জমাচ্ছেন। বাংলাদেশে থাকা সেন পরিবারের অন্যান্য সদস্যরাও মহানায়িকার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।

