সাতক্ষীরায় যৌথবাহিনীর গুলিতে আনারুল ইসলাম (২৮) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। আজ সকাল ৯টায় দেবহাটা থানার নাংলা গ্রামে অভিযান চালিয়ে তাকে ধরে আনা হয়। পরে সাড়ে ৯টার দিকে ঘোনাপাড়া এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়। এলাকাবাসির অভিযোগ, তাকে ধরে এনে গুলি করে হত্যা করা হয়েছে।
অপরদিকে দেবহাটা থানার ওসি তারফ সরকার জানান, নাশকাতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে জামায়াত-শিবির যৌথ বাহিনীর সদস্যদের উপর আক্রমণ চালায়। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে গ্রেপ্তার জামায়াত কর্মীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুইটি রামদা, দুইটি বোমা ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

