কবে হবে শিশুরা মুক্ত
Written By Unknown on ০৮ জানুয়ারি ২০১৪ | বুধবার, জানুয়ারি ০৮, ২০১৪
আমাদের সকলের চোখে যেটা ধরা পড়ে তা হলো শিশু শ্রম । চায়ের হোটেল থেকে শুরু করে বাজার , রাস্তাঘাট ,বিভিন্ন পার্ক সহ সব জায়গাতেই আমরা এই রকম অনেক শিশুকে কাজ করতে দেখি । কিন্তু কেন ?
এই সমাজের শিক্ষিত জনগণ আজ কেন এই বিষয়টি এড়িয়ে চলে ? মাঝে মাঝে দেশের বড় বড় নেতারাও অনেক কথা বলে থাকে, কিন্তু কোথায় তার প্রয়োগ ? কোথায় সচেতনতা ? এই শিশুদের জায়গায় একবার আপনার শিশুকে বসিয়ে ভাবুনতো কেমন লাগে । আপনার আমার চারপাশে এরকম অনেক শিশুই দেখা যাবে । এদেরকি কোন ভবিষ্যত নেই । নাকি এরা শিশু হিসেবে গণ্য নয় ।
বিশ্ব প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে শিশুদের সময় উপযোগি করাসহ শিশু শ্রম বন্ধ করতে হবে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম শিশুকে শারীরিক ও মানসিকভাবে বিকলাঙ্গ করে তোলে। যা দেশ ও জাতির জন্য মারাত্মক হুমকি।
আসুন সবাই সচেতন হই শিশু শ্রম বন্ধ করি ।



