দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে নির্বাচনী সহিংসতার কারণে সারা দেশে মোট ১৫২টি কেন্দ্র স্থগিত করা হয় বলে জানায় নির্বাচন কমিশন। তবে স্থগিত কেন্দ্রগুলোতে ২৪ জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ।
এদিকে প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে। এছাড়া কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন ১৫৩ জন প্রার্থী। মোট ১৪৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়। ১২টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করে।

