এইমাত্র পাওয়া খবর :
Home » , » ভোটার উপস্থিতি সন্তোষজনক হয়েছে

ভোটার উপস্থিতি সন্তোষজনক হয়েছে

Written By Unknown on ০৫ জানুয়ারি ২০১৪ | রবিবার, জানুয়ারি ০৫, ২০১৪

Search Engine Optimization
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা সমন্নয় কমিটির উপকমিটির আহ্ববায়ক মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, “নির্বাচনকে ঘিরে চক্রান্তকারীদের কোনো নকশাই সফল হয়নি। দেশের মানুষ তাদের সকল চক্রান্ত ভোট প্রদানের মাধ্যমে বিফল করে দিয়েছে।”

রোববার বেলা ৩ টা ৩৫ মিনিটে  নির্বাচন কমিশনের কার্যালয়ে তিনি যান। তার সাথে ছিলেন ফজিলাতুন নেসা বাপ্পি ও তানভির ইমাম সিদ্দিকি।

কিছুক্ষণ তিনি এখানে অবস্থিত মিডিয়া সেলগুলো ঘুরে দেখেন। পরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহিউদ্দিন খান আলমগীর। ভোটদানের চিত্র কি সন্তোষজনক -এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবশ্যই সন্তোষজনক। উন্নত দেশের সাথে তুলনা করলে অনুপাতিক হারে অনেক বেশী মানুষ ভোট প্রদান করেছে।”



Share this post :
 
Auto Scroll Stop Scroll