এইমাত্র পাওয়া খবর :
Home » , » সাধ্যের মধ্যে শীতের পোশাক

সাধ্যের মধ্যে শীতের পোশাক

Written By Unknown on ০৮ জানুয়ারি ২০১৪ | বুধবার, জানুয়ারি ০৮, ২০১৪

Search Engine Optimization
শীতকে কেন্দ্র করে বড় বড় শপিংমলগুলোর সঙ্গে বেচাবিক্রির ধুম চলছে ফুটপাতেও। স্বল্প দামে কিছুটা ভালো শীত সামগ্রী পাওয়া যায় রাজধানীর বিভিন্ন ফুটপাতে। তাই নিম্ন আয়ের পাশাপাশি বৃত্তবানরাও ভিড় করছেন এসব জায়গায়।

‘আসেন আসেন, বাইছ্যা লন, দেইখ্যা লন’; ‘আর নেই, আর নেই’; ‘শেষ শেষ, যাচ্ছে বেশ’; ‘একদাম একদম’- এরকম বিভিন্ন হাঁকডাকে মুখরিত হচ্ছে ফুটপাতের দোকানগুলো। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিক্রয়কর্মীরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এমন হাঁকডাকেই ব্যস্ত করে রাখছেন ফুটপাত।

পায়ে হাঁটা মানুষের সঙ্গে মাইক্রোবাসে চড়েও অনেকে আসছেন ফুটপাতের দোকানগুলোতে শীতের পোশাক কিনতে। ফুটপাতের এসব বিক্রেতাদের হরেক রঙ্গের শীত পোশাকের উপস্থিতিই যেন রাজধানীবাসীকে জানান দিচ্ছে শীত মোকাবেলায় প্রস্তুত হতে।

পুরোপুরি শীত আসতে এখনো বেশ কয়েকদিন বাকি। তবে সন্ধ্যারপর নগরীর ফুটপাতে কেনাকাটার ধুম দেখে যে কারো বুঝতে বাকি থাকে না যে, এটা শীতের কেনাকাটা। চোখ ধাঁধালো বিলাশবহুল শপিংমলগুলোতে স্বল্প আয়ের মানুষের যাওয়ার সাধ্য না থাকলেও ফুটপাতের এসব শীত পোশাকে অসন্তুষ্টি নেই তাদের। বরং অনেকটা আনন্দ মনেই নেড়েচেড়ে বেছে বেছে পছন্দের পোশাকটি সাধ্য অনুযায়ী দামে কিনছেন তারা।

ঢাকার ফুটপাতের সবচেয়ে বড় বাজার বসেছে গুলিস্তান এলাকায়। এছাড়া মতিঝিল, বাইতুল মোকাররম, পল্টন মোড়, ঢাকা কলেজের বিপরীতের রাস্তা, সায়েন্স ল্যাবরেটরি, ফার্মগেট, নিউমার্কেট, মৌচাক মার্কেটের সামনে, মিরপুর-১ সহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়কের দু’পাশ রয়েছে ভাসমান হকারদের দখলে। স্বল্প মূলেই এসব ফুটপাতে পাওয়া যাচ্ছে শীতের ব্লেজার , জ্যাকেট, কোট, জাম্পার, চাদর, মাথার টুপি, কানটুপি, হাত মৌজা, পা মৌজা ইত্যাদি।

বাইতুল মোকাররমের ব্যবসায়ী জহির উদ্দিন  বলেন, ‘ক্রেতাদের আকৃষ্ট করার জন্যই এ পদ্ধতটি বেশ কাজে আসছে। এখানে ৫০ থেকে ২০০ টাকার মধ্যে মোটামুটি উন্নতমানের শীত সামগ্রী পাওয়া যায়।’ গুলিস্তান ফুটপাতের দোকানি আবুল বাশার বলেন, ‘কম দাম হলেও প্রতিমাসে কামপক্ষে ৩০ হাজার টাকার মতো লাভ হয়। এ দিয়ে পরিবার পরিজন ভালোইভাবে চলে। তবে চাঁদাবাজি থেকে মুক্তি পেলে ব্যবসাটা আরো অনেক ভালো হতো।’

পল্টন থেকে শীত সামগ্রী ক্রয় করতে আসা বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা ইয়াছিন মিয়া  বলেন, ‘অল্প খরচে ভালোমানের শীত সামগ্রী পাওয়া যায়। তাই ফুটপাতে কেনাকাটা করতে এসেছি। শীত এলেই প্রায় ফুটপাত থেকে কেনাকাটা করি।’ এদিকে নানা রকম শীতপণ্যের আগমনে ফুটপাত ছেয়ে যাওয়ায় বাড়ছে ক্রেতাদের ভিড়। এসব ফুটপাতে ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে অনেকটা অসুবিধায় পড়তে হচ্ছে পথচারীদের। এমন কি ফুটপাতের ভিড়ে অনেক সময় সমস্যার সৃষ্টি করছে যান চলাচলেও।



Share this post :
 
Auto Scroll Stop Scroll