এইমাত্র পাওয়া খবর :
Home » , » বিকৃত যৌনরুচির পুরুষদের কিভাবে চিনবেন

বিকৃত যৌনরুচির পুরুষদের কিভাবে চিনবেন

Written By Unknown on ০৭ জানুয়ারি ২০১৪ | মঙ্গলবার, জানুয়ারি ০৭, ২০১৪

Search Engine optimization
দেশে-বিদেশে সবখানেই বাড়ছে ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনা। আর ধর্ষকের ভূমিকায় সাধারণত দেখা যায় আশেপাশের পরিচিত মানুষদেরই। নিজেকে কিংবা নিজের সন্তান ও আপনজনদের নিরাপদ রাখতে এসব ভাল মানুষের মুখোশ পরা বিকৃত রুচির পুরুষদেরকে চিনে রাখা আমার-আপনার সকলের জন্যই জরুরি। বিকৃত যৌনরুচির পুরুষকে চেনার কয়েকটি উপায় দেয়া হলো:

১. যেসব পুরুষের পর্নোগ্রাফির প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি রয়েছে তাদের কাছে পৃথিবীর সকল নারীই পণ্য। এ ধরনের পুরুষরা সারাক্ষণ একটা ফ্যান্টাসির ভেতরে থাকে ও বাস্তবের নারীদেরকে পর্নোস্টারদের সঙ্গে মিলিয়ে ফেলে। এদের দ্বারা সাধারণ নারীদের বিপদের সমূহ সম্ভাবনা থাকে।

২. গৃহকর্মীর প্রতি আসক্ত পুরুষ কখনোই সুস্থ রুচিসম্পন্ন হয় না। এ ধরনের পুরুষের সামনে মেয়েদের নিরাপত্তা প্রায়ই হুমকির মুখে পড়ে।

৩. কিছু পুরুষ আছেন যারা যৌন কর্মীদের কাছে যাওয়া-আসা করেন। একজন পরিছন্ন মানসিকতার পুরুষ কখনোই শুধু দেহের চাহিদা মেটানোর জন্য যৌন কর্মীর কাছে যাবেন না। তাই যৌন কর্মীদের কাছে যাতায়াত আছে এমন পুরুষের কাছ থেকে দূরে থাকাই উত্তম।

৪. খুব দুঃখজনক হলেও এটাই সত্যি যে বহু পুরুষের আকর্ষণ থাকে ছোট শিশুদের প্রতি। ছেলে ও মেয়ে উভয় ধরনের শিশুদেরকে দিয়েই তারা যৌন চাহিদা পূরণ করার চেষ্টা করে থাকে।
Share this post :
 
Auto Scroll Stop Scroll