নিষিদ্ধ হয়ে গেল স্ন্যাপচ্যাট
Written By Unknown on ১১ জানুয়ারি ২০১৪ | শনিবার, জানুয়ারি ১১, ২০১৪
যৌনতাপূর্ণ ছবিসহ ম্যাসেজ আদান-প্রদানের মাধ্যম হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাট নিষিদ্ধ করেছে যুক্তরাজ্যের একটি কলেজ।
সাম্প্রতিক সময়ে তরুণ-তরুণীদের মধ্যে যৌনতাপূর্ণ ম্যাসেজ আদান-প্রদান প্রবনতা বেড়ে যাওয়ার ভয়ে যুক্তরাজ্যের ইটন কলেজ তার ক্যাম্পাসের ওয়্যারলেস নেটওয়ার্কে স্ন্যাপচ্যাট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। স্ন্যাপচ্যাটে ছবিগুলোকে গোপনীয়ভাবে আদান-প্রদান ও সংরক্ষণ করা যায়। এ কারণে অনেক ব্যবহারকারীরা সংরক্ষণ ও আদান-প্রদানে সহজ মাধ্যম হিসেবে ব্যবহার করতো স্ন্যাপচ্যাট। ইটন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, “শিক্ষার্থীরা এটি সঠিক ভাবে ব্যবহার করছে না, এই শঙ্কাতেই অ্যাপসটি নিষিদ্ধ করা হয়েছে।”
যুক্তরাজ্যে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে একই আশংকায় অ্যাপসটি নিষিদ্ধ করা হয়েছে। তবে কলেজের ওয়াইফাই নেটওয়ার্কে ব্যবহার করা না গেলেও অন্য নেটওয়ার্ক ব্যবহার করে অ্যাপটি চালানো যাবে। এ প্রসঙ্গে ইটন কলেজ তার শিক্ষার্থীদের অ্যাপসটি ব্যবহারের আগে দ্বিতীয়বার চিন্তা করার অনুরোধ করেছে।
Labels:
প্রযুক্তি,
Technology
