এইমাত্র পাওয়া খবর :
Home » , » গৌতম গম্ভীর ফের নাইট রাইডার্সের অধিনায়ক

গৌতম গম্ভীর ফের নাইট রাইডার্সের অধিনায়ক

Written By Unknown on ১১ জানুয়ারি ২০১৪ | শনিবার, জানুয়ারি ১১, ২০১৪

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরকেই বহাল রেখেছে দলটি। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিনকেও নিলামে উঠাবে না কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান।

২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলস থেকে কলকাতায় এসে যোগ দেওয়ার পর থেকেই নেতৃত্ব দিচ্ছেন গৌতম। এবারও তার উপর আস্থা রাখছে ক্লাব কর্তৃপক্ষ। ২০১২ সালে তার নেতৃত্বেই প্রথমবারের মতো শিরোপা জিতেছে কলকাতা।
চেন্নাই সুপার কিংসের পাঁচ তারকা ক্রিকেটারকে নিলামে তুলবে না ক্লাব কর্তৃপক্ষ। তারা হলেন, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, সুরেশ রায়না ও রবীচন্দ্রন অশ্বিন। তবে সপ্তম আসরে চেন্নাই নিলামে উঠাবে মাইকেল হাসি, অ্যালবি মর্কেল ও মুরালি বিজয়।
এদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিন ক্রিকেটারকে নিলামে ওঠাবে না। তারা হলেন, বিরাট কোহলি, ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স। আর রাজস্থান রয়্যালস দলে রেখে দেবে শেন ওয়াটসন, জেমস ফুকনার, সঞ্জু স্যামসন, আজিঙ্ক্য রাহানে ও স্টুয়ার্ট বিনিকে।


Share this post :
 
Auto Scroll Stop Scroll