এইমাত্র পাওয়া খবর :
Home » , » এ বছরেই বিয়ে করছেন বিপাশা

এ বছরেই বিয়ে করছেন বিপাশা

Written By Unknown on ০৯ জানুয়ারি ২০১৪ | বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০১৪

Search Engine optimization


Search Engine optimizationচলতি বছরেই কোনো এক শুভদিনে প্রেমিক ও অভিনেতা হারম্যান বাওয়েজার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা নিজেই এ ঘোষণা দিয়েছেন।
মুম্বাই মিরর জানায়, সাবেক প্রেমিক জন আব্রাহাম তার প্রেমিকা প্রিয়া রুঞ্চালের সঙ্গে বিয়ের খবর নিশ্চিত করে জানালে এই সিদ্ধান্ত নিয়েছেন বিপাশা, এমনটাই ধারণা করা হচ্ছে। যদিও বিপাশার মতে জনের বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই নিজের বিয়ের বিষয় তিনি সবাইকে জানিয়েছিলেন।

তবে হারম্যান অভিনীত ‘ধিশকাও’ সিনেমা মুক্তির পরই বিয়ের তারিখ ঠিক করবেন ওই বলিউডি জুটি। শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার প্রযোজনায় সিনেমাটি আগস্ট মাসে মুক্তি পাবে।

কিছুদিন আগে বিপাশার মা-বাবা, হারম্যানের বাবা প্রযোজক হ্যারি বাওয়েজা এবং মা পাম্মির সঙ্গে লোখান্ডওয়ালা কমপ্লেক্সে দেখা করেন।

বিপাশার একজন ঘনিষ্ট বন্ধু সংবাদমাধ্যমকে জানান, প্রথমদিন দেখা হওয়ার পর বেশ কয়েকবার বিপাশা এবং হারম্যানের মা-বাবা দেখা করেছেন। বিপাশা এবং হারম্যান তাদের সম্পর্ক নিয়ে নিশ্চিত। আর তারা খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন।”

জ্যাকি ভাগনানির জন্মদিনে ২০১২ সালের ডিসেম্বরে, বিপাশা হারম্যানের গাড়িতে করে অনুষ্ঠানে গেলে তাদের সম্পর্কের বিষয় সকলের সামনে আসে। এরপর বিপাশার জন্মদিনে, গোয়া রিসোর্টেও পুলপার্টিতে তাদের একসঙ্গে দেখা যায়।

এরপর কোনো রাখঢাক না করে একে অপরের সঙ্গে মিশেছেন বিপাশা এবং হারম্যান। ২০১৩ সালের অক্টোবরে বিপাশার পরবর্তী সিনেমা ‘হামশাকালস’-এর শুটিং চলাকালে তার সঙ্গে দেখা করতে লন্ডনে যান হারম্যান।

যদিও বিয়ের বিষয়ে এখনও মুখ খোলেননি ওই জুটি। তবে হ্যারি বাওয়েজা বলেন, “এখন যতটুকু জানানো হয়েছে তাই যথেষ্ট। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”




Share this post :
 
Auto Scroll Stop Scroll