রাষ্ট্রদ্রোহ মামলায় ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ মোঃ জহুরুল হক এ রায় ঘোষণা করেন।
গত মঙ্গলবার এই মামলায় উচ্চ আদালতের আদেশ দাখিল করার জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষ তা করতে না পারায় আদালত বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেন।
মামলাটির বিচারকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সালাউদ্দিন শোয়েব চৌধুরী কারাগারে আটক রয়েছেন।
২০০৪ সালে বাংলাদেশে জঙ্গি সংগঠনের তৎপরতা রয়েছে এমন প্রচারণার অভিযোগে শোয়েব চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। এর আগে ২০০৩ সালের ২৯ নভেম্বর ইসরায়েল যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ‘এডুকেশন টুয়ার্ডস কালচার অফ পিস’ শীর্ষক কনফারেন্সে উপস্থাপনের জন্য একটি ভাষণের কপি পাওয়া যায়।

