এইমাত্র পাওয়া খবর :
Home » , » মেয়ের সামনে হত্যা করা হল সাবেক মিস ভেনিজুয়েলাকে

মেয়ের সামনে হত্যা করা হল সাবেক মিস ভেনিজুয়েলাকে

Written By Unknown on ০৯ জানুয়ারি ২০১৪ | বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০১৪

Search Engine optimization
সাবেক মিস ভেনিজুয়েলা ও ব্রিটিশ বংশোদ্ভূত তার জীবনসঙ্গীকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। তাদের পাঁচ বছর বয়সী মেয়ের সামনেই হত্যাকাণ্ডটি ঘটে।

মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানায়।হামলায় তাদের মেয়েও আহত হয়।উল্লেখ্য, সোপ অপেরার অভিনেত্রী মনিকা স্পিয়ার ২০০৪ সালে মিস ভেনিজুয়েলা হয়েছিলেন।

পুলিশ ও প্রসিকিউটররা জানান, ২৯ বছর বয়সী সোপ অপেরা স্টার মোনিকা স্পিপার ও ৩৯ বছর বয়সী থমাস হেনরি বেরিকে সোমবার রাতে ভেনিজুয়েলার উত্তরাঞ্চলীয় একটি মহাসড়কে হত্যা করা হয়। এ সময় তাদের গাড়িও ভাংচুর করা হয়।হামলাকালে তাদের মেয়ে মায়া বেরি স্পিয়ার ডান পায়ে আঘাত পায়। চিকিৎসা শেষে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সিগুয়েল রদ্রিগুয়েজ জানায়, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




Share this post :
 
Auto Scroll Stop Scroll