এইমাত্র পাওয়া খবর :
Home » , » বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী জয়ী

বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী জয়ী

Written By Unknown on ০৬ জানুয়ারি ২০১৪ | সোমবার, জানুয়ারি ০৬, ২০১৪

বগুড়া-৪ আসনে বিজয়ী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন জাসদ প্রার্থী এ কে এম রেজাউল করিম।রোববার অনুষ্ঠিত নির্বাচনে এই আসনের বেসরকারি পূর্ণাঙ্গ ফলাফলই ইসি সচিবালয় থেকে প্রথম ঘোষণা করা হয়।

মশাল প্রতীকে রেজাউল করিম পেয়েছেন ২২২০৫ ভোট। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী জাতীয় পার্টর নুরুল ইসলাম বাচ্চু পেয়েছেন ১৩৪৮৯।এই আসনে মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ২৫৩ জন। মোট কেন্দ্র-১০৫টি। এই আসনে ১২ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছে।















Share this post :
 
Auto Scroll Stop Scroll