এইমাত্র পাওয়া খবর :
Home » , » দোহারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষ নিহত ৬ জন

দোহারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষ নিহত ৬ জন

Written By Unknown on ০৬ জানুয়ারি ২০১৪ | সোমবার, জানুয়ারি ০৬, ২০১৪

Search Engine optimization
দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল মান্নান খানের একপক্ষের হামলায় অপর পক্ষের ৩ জন নিহত হয়েছেন।সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা জেলার এসপি হাবিবুর রহমান বলেন, ‘বিরোধের জের ধরে চোকদার গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মকবুলের বাড়িতে গিয়ে হামলা করে ও ভাঙচুর চালায়। এসময় ধারালো অস্ত্রের কোপে ৬ জন নিহত হন। এ দু’টি গ্রুপই আওয়ামী লীগ নেতা আবদুল মান্নানের।’ 

দোহার থানার ওসি কামরুল ইসলাম বাংলামেইলকে জানান, ওই এলাকায় চোকদার ও মকবুল গ্রুপের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে সোমবার এ সংঘর্ষ বাধে। এসময় মকবুল এবং তার গ্রুপের মুসা খন্দকার ও মোশারেফ নিহত হন। এছাড়া নারীশিশুসহ আরো অনেকে আহত হয়েছেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে (দোহার) আব্দুল মান্নান খানকে পরাজিত করেন নির্বাচনকালীন সরকারের প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সালমা ইসলাম।

মান্নান খানের এলাকায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী এ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করেন। মান্নান খানের বিরুদ্ধে নেতা-কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ রয়েছে তাদের।

অপরদিকে মান্নান খানের অভিযোগ, যমুনা গ্রুপের কর্ণধার নুরুল ইসলাম বাবুলের স্ত্রী সালমা নির্বাচনে অর্থ ছড়িয়েছেন। ভোটগ্রহণের দিনও আওয়ামী লীগের এক কর্মীকে মান্নান খান বলেন,‘আপনারা টাকার কাছে বিক্রি হয়ে গেছেন।’


Share this post :
 
Auto Scroll Stop Scroll