দুদিন আগেই টুইটারে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে অনেকটা
আচমকাই নিজের বিয়ের ইঙ্গিত দেন জন। এর পরেই তার এই চুপিসারে বিয়ে নিয়ে
সমালোচনা শুরু হয়।
তাদের দুজনের সম্পর্কে ভারতের একটি ট্যাবলয়েড জানায়, বিপাশা বসুর সঙ্গে
প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই জন এবং প্রিয়া দীর্ঘদিন ধরে একসঙ্গে
চলে আসছেন। তাদের প্রেম রোমান্স নিয়েও অনেকবারই সংবাদ হয়েছে। কয়েকদিন আগে
ঘোষণা দিলেও ধারণা করা হয় উভয়ে ২০১১ সালেই বিয়ে করেছেন। যদিও জন তার
ব্যক্তিগত জীবন সম্পর্কে একেবারে কুলুপ এঁটেছিলেন মুখে। তবে গত বছরের শেষের
দিকে প্রিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আর বিয়ের ঘোষণা না দিয়ে থাকতে পারেননি
তিনি।

