আগামী রোববার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে জানানো হয়েছে রোববার বিকেলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বাংলামেইলকে বলেন, ‘আরলি নেক্সট উইকে এটা সম্ভব হবে। এ মূহুর্তে এর বেশি কিছু বলতে পারছি না। তবে আপনারা তো জানেন রোববার থেকে সপ্তাহ শুরু হয়।’
সচিব আরো বলেন, ‘নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভায় বহাল থাকবে, এবং তারা কাজ চালিয়ে যাবে।’এর আগে বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিরা শপথ গ্রহণ করেন। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের এমপিরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন তাদের শপথবাক্য পাঠ করান।
মন্ত্রিপরিষদ সূত্র এর আগে জানিয়েছিলো, দশম জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেয়ার পর যত দ্রুত সম্ভব সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করা হবে।

