এইমাত্র পাওয়া খবর :
Home » , » আইফোনের বিরুদ্ধে মামলা

আইফোনের বিরুদ্ধে মামলা

Written By Unknown on ০৪ জানুয়ারি ২০১৪ | শনিবার, জানুয়ারি ০৪, ২০১৪

Search Engine optimization
আইফোনের জন্য তৈরি কিবোর্ড বিক্রির প্রি-অর্ডার নিচ্ছে টাইপো নামের একটি প্রতিষ্ঠান। এ নিয়ে আদালতে মামলা করেছে কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি লিমিটেড।

ব্ল্যাকবেরি জানিয়েছে, ওই কিবোর্ড দেখতে ব্ল্যাকবেরির কিবোর্ডের মতো। প্রযুক্তিগত দিক থেকেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ব্ল্যাকবেরি।

পৃথক প্রতিবেদনে রয়টার্স ও বিজনেস ইনসাইডার জানিয়েছে, কপিরাইট আইন লংঘনের দায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা করেছে ব্ল্যাকবেরি। তাতে বলা হয়েছে, টাচস্ক্রিন আইফোন ৫ মডেলের জন্য তৈরি ফিজিক্যাল কিবোর্ড বিক্রির প্রি-অর্ডার নিচ্ছে টাইপো প্রোডাক্টস এলএলসি নামের একটি প্রতিষ্ঠান। এক বিবৃতিতে ব্ল্যাকবেরির চিফ লিগাল অফিসার স্টিভ জিপারস্টাইন জানান, ওই কিবোর্ড তৈরিতে প্রযুক্তিগতভাবে ব্ল্যাকবেরির মেধাস্বত্ব ব্যবহৃত হয়েছে।

এ ঘটনার জন্য ‌জনপ্রিয় টিভি শো ‌‘আমেরিকান আইডল’ প্রোগ্রামের হোস্ট রিয়ান সিক্রেস্ট-এর মালিকানাধীন কোম্পানি টাইপো প্রোডাক্টস এলএলসি বিরুদ্ধে আদালতে মামলা করেছে ব্ল্যাকবেরি।

৯৯ ডলারে কিবোর্ডের প্রি-অর্ডার নিচ্ছে টাইপো।




Share this post :
 
Auto Scroll Stop Scroll