এপ্রিলের মাঝামাঝি হতে পারে ভারতের লোকসভা নির্বাচন। পাঁচ দফায় আয়োজিত হতেচলা ভোট প্রক্রিয়া গড়াবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।
ভারতের নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চ মাসের শুরুতেই ভোটের তফশিল সরকারিভাবে প্রকাশ করা হবে। লোকসভা নির্বাচনের সঙ্গে অন্ধ্র প্রদেশ, ওড়িশা এবং সিকিম রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট পাশ করানোর জন্য বর্তমান সরকারের সময়ে শেষবারের মতো বসতে পারে লোকসভার অধিবেশন। ২০১৪-১৫ আর্থিক বর্ষের প্রথম ছয় মাসের সরকারি খরচের বাজেট পাশ করানো হবে ওই অধিবেশনে। এই বিশেষ অধিবেশনে পাশ করানো হতে পারে দুর্নীতিবিরোধী বিশেষ বিল।
প্রসঙ্গত, বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১ জুন। ৩১ মে’র মধ্যে নতুন লোকসভা গঠন করতে হবে।
ভারতের লোকসভা নির্বাচন
Written By Unknown on ০৬ জানুয়ারি ২০১৪ | সোমবার, জানুয়ারি ০৬, ২০১৪
Labels:
আর্ন্তজাতিক,
International

