তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Written By Unknown on ১২ জানুয়ারি ২০১৪ | রবিবার, জানুয়ারি ১২, ২০১৪
দশম জাতীয় সংসদের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। এবার নিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন তিনি। আজ রোববার বিকেল সাড়ে ৩টায় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ হবে। জাতীয় পার্টির নেতা রওশন এরশাদও বঙ্গভবনে রয়েছেন, যাকে ইতোমধ্যে বিরোধী দলীয় নেতা ঘোষণা করে গেজেট জারি করা হয়েছে।
নির্বাচন নিয়ে বহু নাটকের জন্ম দেয়া জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদও বঙ্গভবনে এসেছেন। বসেছেন, প্রথম সারিতে রওশনের পাশেই। তিনি দরবার হলে প্রবেশের সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই করতালি দিয়ে ওঠেন, কাউকে কাউকে উচ্চ স্বরে হেসে উঠতেও দেখা যায়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা ইতোমধ্যে জানিয়েছেন, মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন রোববারই হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্বও এদিনই বণ্টন করবেন সরকারপ্রধান। নতুন মন্ত্রিসভা শপথ নিলেই গত নভেম্বরে গঠিত ২৯ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভার দায়িত্ব শেষ হবে। যারা মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা ছিলেন, মন্ত্রিসভার শপথের আগেই তাদের অব্যাহতি দেয়া হবে। এরপর প্রধানমন্ত্রী নতুন করে উপদেষ্টা নিয়োগ দেবেন।

