এইমাত্র পাওয়া খবর :
Home » , » জালেমের সঙ্গে কোনো আপোস নয়- খালেদা জিয়া

জালেমের সঙ্গে কোনো আপোস নয়- খালেদা জিয়া

Written By Unknown on ১৫ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ১৫, ২০১৩

Search Engine Optimization




জালেমের সঙ্গে কোনো আপোস নয়। আপোস করে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। তাই নির্দলীয় সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের আপোস করা হবে না।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, আমি আপনাদের  সঙ্গে থেকে এ কাজ করতে চাই। দেশের পরিস্থিতি নিয়ে আপনারাও উদ্বিগ্ন। অতি দ্রুত জুলুম ও অত্যাচারী সরকারের হাত থেকে দেশের মুক্তি প্রয়োজন।এর আগে প্রেসক্লাব চত্বরে পৌঁছলে প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ খালেদা জিয়াকে স্বাগত জানান। পরে তিনি প্রেসক্লাব লাইঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হন।

মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজী, জ্যাব আহ্বায়ক খন্দকার মনিরুল আলম, সদস্য সচিব এলাহী নেওয়াজ খান সাজু, বিশিষ্ট কবি ও সাংবাদিক মাহমুদ শফিক, সিনিয়র সাংবাদিক এরশাদ মজুমদার, সৈয়দ মেজবাহ উদ্দিন, আমিরুল ইসলাম কাগজী, মোস্তফা কামাল মজুমদার, মাহবুবুল আলম গোরা, ছড়াকার আবু সালেহ, আফজাল এইচ খান, আব্দুল আউয়াল ঠাকুর, বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান, একুশে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক কামরুজ্জামান, জাস্ট নিউজের সম্পাদক মুশফিকুল ফজল আনসারী প্রমুখ।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক রফিক মোহাম্মদ, ডিইউজের সাবেক সভাপতি আব্দুস শহিদ, সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, খুরশিদ আলম প্রমুখ।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব উল্লাহ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড. পিয়াস করিম প্রমুখ উপস্থিত ছিলেন।



Share this post :
 
Auto Scroll Stop Scroll