বিলিয়নেয়ার দ্রুত বাড়ছে এশিয়ায়
Written By Unknown on ০৮ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ০৮, ২০১৩
বিশ্বব্যাপী বেড়েছে বিলিয়নেয়ারের সংখ্যা। এতে সবচেয়ে এগিয়ে রয়েছে এশিয়া।
২০১৩ সালের জরিপে দেখা যায়, আগের বছরের চেয়ে এ অঞ্চলে বিলিয়নেয়ার বেড়েছে ৩.৭ শতাংশ বা ১৮ জন। তাঁদের মোট সম্পদ বেড়েছে ১৩ শতাংশ। যেখানে বিশ্বব্যাপী বিলিয়নেয়ার বেড়েছে ০.৫ শতাংশ এবং তাঁদের মোট সম্পদ বেড়েছে ৫.৩ শতাংশ।
বৈশ্বিক সম্পদ ইনলিজেন্স কম্পানি ওয়েলথ-এক্স এবং আর্থিক সেবা প্রতিষ্ঠান ইউবিএস পরিচালিত ২০১৩ সালের জরিপে দেখা যায়, বিশ্বে বর্তমানে বিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড দুই হাজার ১৭০ জন। এসব বিলিয়নেয়ারের গড় নেট সম্পদ তিন বিলিয়ন ডলার করে।
২০০৯ সালে বিশ্বের বিলিয়নেয়ারদের সম্পদের পরিমাণ ৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার থাকলেও ২০১৩ সালে বেড়ে হয়েছে ৬ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। জুলাই ২০১২ থেকে জুন ২০১৩ সালে পরিচালিত এ জরিপে দেখা যায়, এ বছর সবচেয়ে বেশি বিলিয়নেয়ার এশিয়ায় বাড়লেও এখনো সর্বোচ্চসংখ্যক বিলিয়নেয়ার রয়েছে ইউরোপে।
সেখানে বিলিয়নেয়ারের সংখ্যা ৭৬৬ জন। বিশ্বে সম্পদের যে স্থানান্তর হচ্ছে তাতে এগিয়ে রয়েছে এশিয়া। আগামী পাঁচ বছরে উত্তর আমেরিকাকে ধরে ফেলবে এশিয়া। জানানো হয়, ২০০৯ সালে অর্থনৈতিক সংকট শুরু হলেও সে সময় থেকে ৮১০ জন ব্যক্তি বিলিয়নেয়ার ক্লাবে যোগ দিয়েছেন।
Labels:
অর্থ ও বাণিজ্য,
Business,
Cash & Business

