হরতালের জন্য জেএসসি পরীক্ষা পেছাচ্ছে
Written By Unknown on ০৮ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ০৮, ২০১৩
হরতালের কারণে পিছিয়ে যাচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের তিন দিনের সমপানী পরীক্ষা । শিক্ষার্থীদের ‘জিম্মি করে’ রাজনৈতিক কর্মসূচি না দেয়ার আহ্বান জানালেও আগামী রবি, সোম ও মঙ্গলবার ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
এর ফলে ১০, ১১ ও ১২ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) নির্ধারিত বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম। তিনি বলেন, পরীক্ষার নতুন তারিখ শনিবার জানানো হবে।
“শুক্র-শনিবার পরীক্ষা নিলেও তো এক দিনের পরীক্ষার বাকি থাকে। মন্ত্রী-সচিবের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।”
আটটি সাধারণ বার্ডের অধীনে জেএসডিতে ১০ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ নভেম্বর বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান এবং ১২ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
আর মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ১০ নভেম্বর ইংরেজি (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ও ইংরেজি প্রথম পত্র, ১১ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ১২ নভেম্বর বাংলা সাহিত্য (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ও বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত ১৮ দলীয় জোট গত ৪, ৫ ও ৬ নভেম্বরও হরতাল করে। ফলে ৪ ও ৬ নভেম্বরের জেএসসি-জেডিসির চারটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এই সমাপনী পরীক্ষার প্রথম দিন একটি কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, “হরতালে কোমলমতি পরীক্ষার্থীরা চরম ভোগান্তি, চাপ, আতঙ্ক-ভীতি ও অনিশ্চয়তার মধ্যে পড়ে, তাদের ফল খারাপ হয়।”
সারা দেশে বিভিন্ন পর্যায়ে চার কোটি পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে ‘জানমাল ও অর্থনীতি বিধ্বংসী’ হরতালের নামে পরীক্ষার্থীদেরকে জিম্মি না করতে বিরোধীদলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
এবারের জেএসসি-জেডিসি পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। হরতালের কারণে গত এসএসসির ৩৭টি এবং এইচএসসির ৩২টি বিষয়ের পরীক্ষাসূচি পরিবর্তন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

