হবু বধূকে ১২ কোটি টাকা ও উপহার
Written By Unknown on ১৫ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ১৫, ২০১৩
দেশটির সংবাদ মাধ্যম সাংহাই ডেইলি জানিয়েছে, ১৮ জন ভৃত্যের মাধ্যমে ১০২ কেজিরও বেশি ওজনের বেশ কিছু ঝুটি ও পেটি মুদ্রাভর্তি করে হবু বধূর বাড়িতে পাঠান বরপক্ষের কর্তারা। সঙ্গে ছিল বিয়ের অন্য উপহার সামগ্রীও।সেসব ঝুড়ি ও পেটি কম্যুনিস্ট চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের ছবি সম্বলিত ১০০ ইউয়ানের কড়কড়ে নোটে ভর্তি ছিল বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়।
তবে, এই বিরল উপহারের খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।দেশটির জনপ্রিয় মাইক্রোব্লগ ‘ওয়েইবো’তে একজন ব্যবহারকারী লিখেছেন, এটা বিয়ে নয়, একজন আরেকজনকে কিনছেন। যদি তারা দু’জন সত্যিকার অর্থেই দু’জনকে ভালোবাসেন, তবে এ ধরনের অর্থ অপচয়ের কোনো প্রয়োজন নেই।
যে বিয়ে অর্থে হয়, তা কি শেষ পর্যন্ত টেকে?- বলেও প্রশ্ন রাখেন আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী।অবশ্য, এটাকে নিছকই উপহার হিসেবে দেখতে চাইছেন কেউ কেউ!ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে সেই হবু যুগলের নাম প্রকাশ না করলেও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জেজিয়াং প্রদেশের পূর্বাঞ্চলের বাসিন্দা ভবিষ্যৎ যুগলের পরিবার অনেক বিত্তশালী। এই অঞ্চলের ঐতিহ্য অনুযায়ীই হবু বধূকে এই উপহার দেওয়া হলো।
Labels:
লাইফস্টাইল,
Life Style

