এইমাত্র পাওয়া খবর :
Home » , » শরীর দেখানোই যৌনতা নয়-সানি লিওন

শরীর দেখানোই যৌনতা নয়-সানি লিওন

Written By Unknown on ১৫ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ১৫, ২০১৩

Search Engine Optimization




এখন বলিউড অভিনেত্রী হলেও একসময় তার পরিচয় ছিল শুধুই পর্ণস্টার। তাই যৌনতার সংজ্ঞাটা ভালোই জানা সানি লিওনের।সামনেই মুক্তি পাচ্ছে বলিউডে সানি লিওনের দ্বিতীয় সিনেমা ‘জ্যাকপট’।  তার আগে মুক্তি পেল ট্রেইলর। এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে সংজ্ঞায়ন করলেন যৌনতার।

সানি লিওনের মতে, শরীর দেখানোই যৌনতা নয়। এর সাথে জড়িত আছে শারিরীক অঙ্গভঙ্গিও। দুঃখজনকভাবে কখনো কখনো যৌনতার ক্ষেত্রে কতটুকু শরীর প্রদর্শন করা যাবে তা নিয়ে সংশয় তৈরি হয়।৩২ বছর বয়সী সানি লিওন যৌনতার সংজ্ঞার সম্পূরক ব্যাখ্যা দিলেন এভাবে, ‘যৌন আবেদন আসে আপনার আচরণ আর পোশাকের ওপর ভিত্তি করে। আপনি কতটুকু শরীর প্রদর্শন করলেন সেটি বিষয় নয়।’জিসম টু’ দিয়ে বলিউড অভিষেক হওয়া সানি লিওনের একাধিক সিনেমা সামনে মুক্তি পাচ্ছে। কাইজাদ গুস্তাদ পরিচালিত ‘জ্যাকপট’ সিনেমায় সানি লিওন ছাড়াও অভিনয় করেছেন শচীন যোশি এবং নাসিরুদ্দীন শাহ। এটি মুক্তি পাবে ১৩ ডিসেম্বর।

এছাড়া সানি লিওন অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রাগিনী এমএমএস টু’ এবং ‘টিনা অ্যান্ড লোলো’।


Share this post :
 
Auto Scroll Stop Scroll