এইমাত্র পাওয়া খবর :
Home » , » ইনিংস ব্যবধানে জয় ভারতের

ইনিংস ব্যবধানে জয় ভারতের

Written By Unknown on ০৮ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ০৮, ২০১৩

Search Engine Optimization

তিন দিনেই ইডেনে জয় ছিনিয়ে নিল ভারত। ভারতের ৪৫৩ রানের জবাবে মাত্র ১৬৮ রানে গুটিয়ে গেল ক্যারিরিয়ানদের ইনিংস।  ইনিংস ও ৫১ রানে গেইলদের হারিয়ে দুই টেস্টে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

কিন্তু ভারতের নতুনদের উত্থানের দিনে জয়েও বিষন্নতা ছুঁয়ে গেল ইডেনকে। ক্যারিবিয়ানদের ইনিংস হারের ফলে আর একবার ক্রিকেটের স্বর্গোদ্যানে শেষবারের মতো ব্যাট হাতে নামা হল না ‘লিটল মাস্টারে’র। ইডেনে শচীনের বিদায়ী টেস্টে ভারতের জয় সত্ত্বেও হতাশা ছুঁয়ে গেল সমর্থকদের মাঝে।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ২৩৪ রানের জবাবে শুরুতে ভারত মুখ থুবড়ে পড়েছিল, সেখান থেকে দলকে টেনে তোলেন রোহিত শর্মা(১৭৭)।

ভারতের প্রথম ইনিংসের জবাব দিতে নেমে ভালোই খেলছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই উইকেট হারিয়ে ১০১ রান তোলার পর ১৬৮ রানেই শেষ ক্যারিবিয়ানদের ইনিংস।

প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ইনিংসে ধস নামিয়েছেন মোহাম্মদ সামি। ৩ উইকেট শিকার করেছেন অশ্বিন।

অভিষেক টেস্টে দেড়শ রানের অধিক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা। দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর, শচীনের ঘরের মাঠ মুম্বাইয়ের ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামে’।



Share this post :
 
Auto Scroll Stop Scroll