এইমাত্র পাওয়া খবর :
Home » , » আবারও স্থগিত দুই ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

আবারও স্থগিত দুই ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

Written By Unknown on ১৫ নভেম্বর ২০১৩ | শুক্রবার, নভেম্বর ১৫, ২০১৩

Search Engine Optimization
সূচি পরিবর্তনের দুই ঘণ্টার মাথায় ফের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাগুলো স্থগিত করেছে কর্তৃপক্ষ। ওইদিন জীব বিজ্ঞান অনুষদ (এইচ ইউনিট) এবং  ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ’র (জি- ইউনিট) পরীক্ষা হওয়ার কথা ছিল।বৃহস্পতিবার পরীক্ষার সময়সূচি একবার পরিবর্তনের তিন ঘণ্টার মধ্যে সন্ধ্যায় ফের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় চবি কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম বাংলানিউজকে বলেন,‘হরতালের কারণে আগামী রোববারের পরীক্ষা পিছিয়ে সোমবার এবং সোমবারের পরীক্ষাগুলো ২২ নভেম্বর (শুক্রবার) নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু ২২ নভেম্বর ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।’

এই দুই ইউনিটের পরীক্ষার তারিখ নির্ধারণে আগামী শনিবার ভর্তি কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে বলে জানান তিনি জানান।এর আগে বৃহস্পতিবার বিকালে অনিবার্য কারণ দেখিয়ে রোববারের ভর্তি পরীক্ষা পিছিয়ে পরদিন সোমবার এবং সোমবারের পরীক্ষাগুলো ২২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রেরণ করে চবি কর্তৃপক্ষ।পরিবর্তিত সময় অনুসারে সোমবার সকালে ব্যবসায় প্রশাসন অনুষদের (সি-১,২,৩ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রসঙ্গত, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বক্করকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার চট্টগ্রাম নগরীতে হরতাল ডেকেছে বিএনপি। বুধবার হরতাল প্রত্যাহারের আহ্বান জানালে বিএনপির পক্ষ থেকে সাড়া না পেয়ে রোববারের পরীক্ষা পিছিয়ে দেয় চবি কর্তৃপক্ষ।


Share this post :
 
Auto Scroll Stop Scroll