জেলহাজতে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ ও এমকে আনোয়ারসহ দলটির ৫ নেতার মতিঝিল থানার দু’টি মামলায় মোট ১৭ দিনের রিমান্ড শুনানি আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
হেফাজতের তাণ্ডবে পুলিশ হত্যায় মতিঝিল থানার মামলায় ৭ দিনের বৃহস্পতিবার রিমান্ড শুনানি হওয়ার কথা থাকলেও আসামিদেরকে আদালতে না আনার কারনে শুনানি হতে পারেনি।
এছাড়া মতিঝিল থানার ১২(৫)১৩ নম্বর মামলায় ওই আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান দু’টি মামলারই রিমান্ড শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেন।
গত ২৬ ডিসেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান হেফাজতের তাণ্ডবে পুলিশ হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন অনুমোদন করে ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য ৬ জানুয়ারি দিন ধার্য্য করেন।
মামলায় গ্রেপ্তার দেখানো অপর তিনজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
গত ১৪ নভেম্বর হরতালে সহিংসতার অভিযোগে মতিঝিল থানার পৃথক দুটি মামলায় দীর্ঘ শুনানি শেষে তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
উল্লেখ, গত ৮ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে ফেরার পথে সোনারগাঁওয়ের সামনে থেকে রাত ৮টা ১০ মিনিটে মওদুদকে আটক করা হয়। একই সময় কাওরান বাজার এলাকা থেকে আটক করা হয় এমকে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে। এরপর রাত দেড়টায় গুলশান থেকে আটক করা হয় আব্দুল আউয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসকে।

