এইমাত্র পাওয়া খবর :
Home » , » রাজধানীতে চলছে না যান

রাজধানীতে চলছে না যান

Written By Unknown on ০৫ জানুয়ারি ২০১৪ | রবিবার, জানুয়ারি ০৫, ২০১৪

Search Engine Optimization
আজ রোববার এবং তার আগে ও পরে রাজধানীতে ১২ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান নগরবাসীকে এসব নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন। ডিএমপি জানায়, শনিবার মধ্যরাত থেকে রোববার মধ্যরাত পর্যন্ত বেবি ট্যাক্সি, অটোরিকশা, ইজি বাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, বাস, ট্রাক ও টেম্পো এই নিষেধাজ্ঞার মধ্যে থাকবে। মহানগরীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত।

পুলিশের এ কর্মকর্তা বলেন, যানবাহন চলাচলে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী অ্যাজেন্টগণের ক্ষেত্রে। পরিচয়পত্র থাকা সাপেক্ষে দেশী-বিদেশী পর্যবেক্ষকদের জন্যও এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। তিনি জানান, নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী-বিদেশী সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্বাচনের বৈধ পরিদর্শকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। জরুরি কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ এসব সেবামূলক কার্যক্রমে ব্যবহৃত যানবাহন নিষেধাজ্ঞার আওতায় আসবে না বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সারাদেশে যান চলাচলে নিদের্শনা : পুলিশ সদর দফতর জানায়, রাজধানী ছাড়াও দেশের যেসব নির্বাচনী এলাকায় নির্বাচন হচ্ছে সেসব এলাকায় শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, বেবিট্যাক্সি, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোটের চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
একইভাবে মঙ্গলবার পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। তবে মহাসড়ক এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।



Share this post :
 
Auto Scroll Stop Scroll