এইমাত্র পাওয়া খবর :
Home » , » ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

Written By Unknown on ০৫ জানুয়ারি ২০১৪ | রবিবার, জানুয়ারি ০৫, ২০১৪

বাংলাদেশ ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ১৯৪৮ সালের এ দিনে আত্মপ্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ। তত্কালীন তরুণ নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
সাম্প্রতিক সময়ে সংগঠনটি কিছু অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের অতীত ইতিহাসকে ক্ষুণ্ন করেছে। ইতিহাসের প্রতিটি বাঁকে যাদের পদচারণা ছিল, তারা নিজেরাই অপকর্মের কারণে সংবাদের শিরোনাম হচ্ছে। এ ছাড়া ছাত্রলীগের ইতিহাস ছিল- জাতির মুক্তির স্বপ্ন, সাধনা এবং সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক, প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। ‘৫২ এর ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় সব আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে ’৭০ এর নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীরা অভূতপূর্ব ভূমিকা পালন করেন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী সম্মুখ সমরে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার স্বাধীনতা ছিনিয়ে আনেন।
যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনেও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী অপরিমেয় ত্যাগ স্বীকার করেছেন। পরবর্তীতে অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনেও ছাত্রলীগের ভূমিকা উল্লেখযোগ্য। বাঙালি জাতির প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অবদান অসামান্য স্বীকৃতিস্বরূপ স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন ‘ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস’।
ছাত্রলীগের ৬৬তম বার্ষিকীতে, সংগঠনের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এক বিবৃতিতে সংগঠনের সব নেতাকর্মী ও ছাত্রসমাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

কর্মসূচি
দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আজ শনিবার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেক কেটে ও মিষ্টি বিতরণ করা হয়। এ ছাড়া সকাল ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ৮টা ৩০মিনিটে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডির ৩২ নম্বরের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। সংগঠনের দফতর সম্পাদক শেখ রাসেল মানবকণ্ঠকে বলেন, দশম সংসদ নির্বাচনের কারণে কর্মসূচি পালনে কিছু বাধ্য-বাধকতা রয়েছে। তাই ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী অন্যান্য কর্মসূচি পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।



Share this post :
 
Auto Scroll Stop Scroll