নগ্ন-অর্ধনগ্ন শার্লিন চোপড়া
Written By Unknown on ১২ জানুয়ারি ২০১৪ | রবিবার, জানুয়ারি ১২, ২০১৪
সাহসী অভিনয়ের জন্য বেশ পরিচিত ভারতের মডেল অভিনেত্রী শার্লিন চোপড়া। একাধিকবার নগ্ন-অর্ধনগ্ন ছবি টুইটারে পোস্ট করে সমালোচিতও হয়েছেন। এবার নতুন সমালোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী। নিজেকে দাবি করলেন ভারতের রুপালি অঙ্গনের অপ্রতিদ্বন্দ্বী তারকা হিসেবে।
বৃহস্পতিবার একটি দাতব্য সংস্থার অনুষ্ঠানে শার্লিনকে জিজ্ঞেস করা হয়, বলিউডের আরেক হার্টথ্রুব অভিনেত্রী প্রিয়াংকাকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করেন কিনা? জবাবে শার্লিন বলেন, ভারতে আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। আমি রিহান্না, লেডি গাগা আর মাইলি সাইরাস থেকে অনুপ্রেরণা নিই। কারণ তারা ভয়-ডরহীন। তারা ঝুঁকি নিতে গিয়ে পিছিয়ে পড়েন না।
সম্প্রতি বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার মত শার্লিনও ব্যাড গার্ল নামে একটি মিউজিক ভিডিও বের করেছেন। প্রিয়াংকার মতো মিউজিকে পা দেওয়ার প্রেক্ষিতেই শার্লিনকে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে প্রশ্ন করা হয়।
Labels:
বিনোদন,
Entertainment

